অর্ধশতরান করে এমন অভিনব সেলিব্রেশন কেন করলেন? এমন বিশেষ কারণ জানালেন নীতিশ রানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাঁ হাতি ব্যাটসম্যান নীতিশ রানা। ওপেনিং করতে নেমে ৫৬ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন রানা। আর এই ইনিংসের জেরে নাইটরা বড় স্কোরের দিকে অনেকটা এগিয়ে যায়।
এই অবস্থায় ৩৭ বলে নিজের অর্ধশতরান করার পর নিজের আঙুল দিয়ে বেশ অভিনব সেলিব্রেশন করেন রানা। আঙুল দিয়ে ‘এম’ অক্ষরটি বুঝিয়ে সেলিব্রেশন করেন নীতিশ রানা। আর এর পরেই প্রশ্ন উঠছে, হঠাত কেন এমন সেলিব্রেশন?
আর এই প্রশ্নের সন্ধানে হরভজন সিং এসেছিলেন নীতিশ রানার কাছে। হরভজনের এই প্রশ্নে রানা জানিয়েছেন, জনপ্রিয় পাঞ্জাবি গান ‘ব্রাউন মুন্ডে’কে উল্লেখ করে নিজের বন্ধুদের জন্য এই সেলিব্রেশন করেছেন রানা। এরপর সেই গান গাইতে শুরু করেন ভাজ্জি এবং রানা। সেই ভিডিও পোস্ট করে আইপিএলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল।
ম্যাচের কথা বলতে গেলে, কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৮৮ রান তোলে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের ২০ ওভারে কেবল ১৭৭ রানই করতে সক্ষম হয়।