নতুন সদস্য ধোনির সংসারে !

মে ৮ : নতুন এক সদস্য এলো মহেন্দ্র সিংহ ধোনির পরিবারে। নাম , চেতক। তবে মানুষ নয়, চেতক হল ধোনির সদ্য ক্রয় করা ঘোড়া।
ধোনির পশুপ্রেমী মনের কথা হয়তো অনেকেরই অজানা। তবে যাঁরা তাঁকে কাছ থেকে চেনেন, তাঁরা জানেন যে ধোনি বরাবরই পশুপ্রেমী। তাঁর চারটি কুকুরও আছে। যাঁদের নাম- স্যাম, লিলি, গব্বর ও জোয়া।
রাচীতে নিজের খামার বাড়িতেই ঘোড়াটিকে নিয়ে গেছেন ধোনি। পৌঁছেই দারুণ যত্ন পাচ্ছে গাঢ় রঙের চেতক । গৃহকত্রী সাক্ষীরও যে চেতককে বেশ মনে ধরেছে, সেটা বোঝা যায় সামাজিক মাধ্যমে করা ধোনি-পত্নীর পোস্ট থেকেই। সাদা হাস্কি প্রজাতির কুকুর লিলির সাথে, সদ্য আগত চেতকের খেলে বেড়ানোর দৃশ্য সামাজিক মাধ্যমে তুলে ধরে সাক্ষী লেখেন,"বাড়িতে স্বাগত চেতক! তুমি খাঁটি ভদ্রলোক , বিশেষত যখন তুমি লিলির সাথে আলাপ করলে! আমাদের দলে সবাই তোমাকে সাদরে গ্রহণ করেছে।"
ধোনি ছাড়াও তাঁর সতীর্থ জাদেজারও ঘোড়ার শখ রয়েছে। চার-চারটি ঘোড়ার মালিক তিনি। সব মিলিয়ে ঘরবন্দি দশায় চেতককে পেয়ে নিশ্চয়ই খুশি হবেন ভারতীয় ক্রিকেটের রানা প্রতাপ।