নিরাপদেই বাংলাদেশ পৌঁছে গেলেন শাকিব ও মুস্তাফিজুর, যোগ দেবেন জাতীয় স্কোয়াডে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের স্থগিতাদেশের পর দুই বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের দেশে ফেরা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল। সে দেশেও করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার জেরে আদৌ তারা দেশে আসতে পারবে কিনা, সে নিয়ে চিন্তা বেড়েছিল। কিন্তু শেষ অবধি নিরাপদেই দেশে ফিরে গেলেন এই দুই তারকা ক্রিকেটার।
নিজের টুইটারে মুস্তাফিজুর নিজেদের দেশে ফেরা নিয়ে আপডেট দিয়েছেন। একটি ছবি ছেড়েছেন যেখানে এই দুই ক্রিকেটার চার্টার বিমানে বসে রয়েছেন। তিনি লিখেছেন, "কোনও সমস্যা ছাড়াই আমরা নিরাপদেই বাংলাদেশে ফিরে এসেছি। আমি ধন্যবাদ জানাতে চাইব রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে এগুলি করার জন্য। এছাড়াও আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রককে ধন্যবাদ জানাব তাদের অবদানের জন্য।"
বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, দেশে ফিরে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের নিয়ম অনুযায়ী, ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে আগত মানুষদের কোয়ারেন্টিনে থাকতে হবে। যেহেতু এই সময়ে তারা চলে এসেছেন, ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার জন্য উপলব্ধ হয়ে গেলেন। কোয়ারেন্টিন সেরেই জাতীয় দলের শিবিরে যোগ দেবেন শাকিব ও মুস্তাফিজুর।
জোফ্রা আর্চারের অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের পেস আক্রমণে বড় ভূমিকা নেন মুস্তাফিজুর। বাঁ আহাতি এই পেসার সাত ম্যাচে আটটি উইকেট নিয়েছিলেন, যেখানে ইকোনমি রেট ছিল ৮.২৯। এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুর দিকে ম্যাচগুলি খেলেছিলেন তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। তবে ব্যাট হাতে কেবল ৩৮ রান এবং বল হাতে দুটি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন তিনি।