বাউন্ডারি লাইনের ধারে অসাধারণ ক্যাচ বল বয়ের! শোরগোল পাকিস্তান সুপার লিগে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলাকালীন দুরন্ত একটি ক্যাচ নিয়ে সাড়া ফেলে দিয়েছেন ফাইন লেগে দাঁড়িয়ে থাকা এক বল বয়।
বাউন্ডারি লাইনের ধারে ইসলামাবাদ ইউনাইটেডের ফিল্ডার কলিন মুনরো ক্যাচটি নেওয়ার পর সেই বল বয়কে জড়িয়ে ধরেন। অসাধারণ সেই মুহূর্তটি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
৭ম ওভারের শেষ বলে, বলটি বাউন্ডারির ওপারে চলে যায়। সেই বলটি ক্যাচ নেন বাউন্ডারির ওপারে থাকা এক বল বয়। সেই ক্যাচ দেখে অবাক হয়ে যান কলিন মুনরো। সেই বল বয়কে আলিঙ্গন করতেও দেখা যায় কলিন মুনরো। যে ভিডিও কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়