দেখুন : খেতাব জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করতে অনুশীলনে নেমে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স শুরু করে দিল নিজেদের প্রাক মরশুম অনুশীলন। বেশ কিছু স্থানীয় খেলোয়াড় হেড কোচ মাহেলা জয়বর্ধনের অধীনে অনুশীলন করা শুরু করে দিয়েছে।
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রথম দিনের অনুশীলনের ছবি পোস্ট করে। মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কের স্টেডিয়ামে অনুশীলন করেন। উপস্থিত ছিলেন পীযুষ চাওলা, জয়ন্ত যাদব, অর্জুন তেন্ডুলকর, ইশান কিশান, সৌরভ তিওয়ারি, অনমোলপ্রীত সিং সহ একাধিক ভারতীয় ক্রিকেটার। অনুশীলনে হাজির ছিলেন বোলিং কোচ জাহির খানও।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ সেরে ২৯ মার্চে মুম্বইয়ের শিবিরে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৯ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।