আরসিবির বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি হবে রোহিতের? দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

সব্যসাচী ঘোষ : আগামী ৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার মেগা ফাইটে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির নেতৃত্বে এই বছর আরসিবি অত্যন্ত শক্তিশালী হয়ে মাঠে নামবে। এমন পরিস্থিতিতে কি স্ট্র্যাটেজি গ্রহণ করবেন আইপিএলের সবথেকে সফলতম অধিনায়ক রোহিত শর্মা?
পাকিস্তানের বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচ খেলে কয়েক দিন আগে মুম্বই ইন্ডিয়ান্সের চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তবে কোয়ারেন্টিনে থাকার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামতে পারবেন না ডি কক। এই অবস্থায় ডি ককের পরিবর্ত হিসেবে নামতে পারেন ক্রিস লিন।
অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ওপেনার গত বছর একেবারে সুযোগ পাননি। তবে এইবার চেন্নাইয়ের মাটিতে তিনি সুযোগ পেতে চলেছেন। যদিও বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন এবং সাম্প্রতিক ফর্মের কথা বিচার করলে রোহিত শর্মার সাথে ইশান কিশানকে নামানো যেতে পারে, কিন্তু লিনের আগ্রাসী ব্যাটিংকে পাওয়ারপ্লেতে পেতে ওপেনিংয়ে রোহিত পাবেন এই অসি ব্যাটসম্যানকে।
এদিকে মূল স্পিনার হিসেবে দীর্ঘ সময় ধরে রাহুল চাহার শুরু করলেও এই বছর দলে রয়েছেন অভিজ্ঞ লেগস্পিনার পীযুষ চাওলা, যার চেন্নাইয়ের স্পিনিং পিচে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে রোহিত ও টিম ম্যানেজমেন্টের কাছে এটি বেশ চিন্তার বিষয়। যদিও রাহুল চাহার এই মুহুর্তে যথেষ্ট অভিজ্ঞ এবং জাতীয় দলে খেলে এসেছেন। ফলে চাহারই হবেন প্রথম পছন্দ।
আর শেষে জসপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের সাথে তৃতীয় বোলার হিসেবে কে যুক্ত হবেন, সে নিয়েও প্রশ্ন উঠছে। যেহেতু চেন্নাইয়ের পিচে খেলা হচ্ছে, তাই খুব অবাক হবেন না যদি জিমি নিশামকে খেলানো হয়। তার সঠিক লাইন ও লেংথ ব্যাটসম্যানদের বিব্রত করতে পারে। এছাড়া তার ব্যাটিংয়ের হাত বেশ ভালো এবং মুম্বইয়ের তারকা সমৃদ্ধ ব্যাটিংয়ে গভীরতা আনতে পারেন। তবে তৃতীয় পেসার হিসেবে আসতে পারেন নাথান কুল্টার নাইলও। অত্যন্ত উপযোগী ভূমিকা রাখবেন তিনি এই স্লো পিচে।
এক নজরে দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জিমি নিশাম / নাথান কুল্টার নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।