কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্ধর্ষ রেকর্ড বজায় রাখতে এই একাদশ নিয়ে নামবে মুম্বই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২১-৬, না এটা কোনও ব্যাডমিন্টনের স্কোর নয়, এটি হল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড। প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স কোনও প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজিকে ২০ বার হারিয়েছে, আর সেটি হল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এবার ২২তম জয় তুলে আনতে মরিয়া মুম্বই।
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচ হারার পর এই ম্যাচ জিততে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স। এবং একেবারে শক্তিশালী টিম নিয়েই তারা উপস্থিত হবে চিপকে। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক কোয়ারেন্টিন সেরে দলে আবারও কামব্যাক করছেন, ফলে গত ম্যাচে ভালো খেলা ক্রিস লিনকে বসতে হচ্ছে।
এদিকে বাকি দলে কোনও পরিবর্তন করছে না মুম্বই। গত ম্যাচে অভিষেক করা মার্কো জেনসেনকে আবারও সুযোগ দেবে পাঁচবারের আইপিএল জয়ীরা। এদিকে পীযূষ চাওলার আগমণের বিষয়ে আওয়াজ উঠলেও দলের মূল স্পিনার রাহুল চাহারই শুরু করবেন। এদিকে ব্যাটিংয়ে সূর্য-কিশান টপ অর্ডারে ভারসাম্য আনবেন এবং হার্দিক-ক্রুণাল-পোলার্ড শেষের দিকে বিধ্বংসী ব্যাটিং করবেন।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, মার্কো জানসেন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।