পাঁচতারার ‘জেলখানায়’ খেলোয়াড়দের বাড়ির অনুভূতি দিতে দারুণ উদ্যোগ নিল মুম্বই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টুর্নামেন্টের সব থেকে সফলতম ফ্র্যাঞ্চাইজি হতে গেলে শুধু সেরা দল গড়লেই হয় না, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের মধ্যে একটি পরিবার তৈরি করে নিতে হয়। আর সেটিই করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের মত এবারের আইপিএলেও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের।
আর এই পাঁচতারা জেলখানার মধ্যে একাধিক খেলোয়াড় রয়েছেন, যারা নিজেদের পরিবার ও কাছের মানুষদের ছেড়ে হোটেলে বন্দী হয়ে আছেন, বিশেষত বিদেশী ক্রিকেটাররা। আর সেই কারণে গতবারের মত এবারেও দারুণ উদ্যোগ নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
টিম রুমের সর্বত্র লাগানো রয়েছে ক্রিকেটারদের পরিবারের সাথে ছবি, যেন তারাও মুম্বই ইন্ডিয়ান্সের এই পরিবারের এক অংশ। এদিকে প্রতিটি ক্রিকেটারের নিজস্ব ঘরে তাদের কাছের মানুষদের সাথে ছবি দেওয়া হয়েছে। প্রেমিকা বা পরিবার – সকলের সাথেই ছবি সাজিয়ে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।
আগামী ৯ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের খেতাব রক্ষার লড়াইয়ে নামবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দুইবার জেতার পর আইপিএল খেতাব জয়ের হ্যাটট্রিক গড়ে ইতিহাস গড়তে চাইবে মুম্বই।