মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে হাজির করোনা, আক্রান্ত দলের উপদেষ্টা তথা প্রাক্তন ক্রিকেটার কিরন মোরে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও আইপিএলে করোনার সংক্রমণ। আর এবার সেই করোনার হানা পড়ল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। ফ্র্যাঞ্চাইজির স্কাউট এবং উইকেটকিপার বিশেষজ্ঞ তথা ভারতের প্রাক্তন উইকেটকিপার কিরন মোরে করোনার কবলে পড়েছেন।
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছে। এবং তারা জানিয়েছে, এই মুহুর্তে কিরন মোরে উপসর্গহীন এবং তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে মুম্বই নিজেদের বিবৃতিতে লিখেছে, “মুম্বই ইন্ডিয়ান্স এবং কিরন মোরে বিসিসিআইয়ের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলেছে। ফ্র্যাঞ্চাইজির মেডিকাল টিম মিস্টার মোরের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবে এবং বিসিসিআইয়ের প্রোটোকল মেনে চলবে। আমরা আমাদের সমর্থকদের মনে করিয়ে দিতে চাই যাতে আপনারা করোনার যাবতীয় বিধি মেনে চলুন।“
এর জেরে আইপিএলে করোনার প্রভাব আরও বেড়েছে। এই পরিস্থিতিতে এবার প্রাক্তন এই উইকেটকিপারের এমন সংক্রমণ আবারও সংকট বাড়িয়েছে তা বলাই যায়।