করোনায় আক্রান্ত হলেন মহেন্দ্র সিং ধোনির বাবা-মা, ভর্তি হাসপাতালে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলার আগে দুঃসংবাদ পেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। করোনায় আক্রান্ত হয়েছেন ধোনির মা ও বাবা। এই মুহুর্তে দুজনেই রাঁচির পালস সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে।
তবে এই মুহুর্তে মুম্বইয়ে আইপিএল খেলার দরুণ জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ধোনি। ফলে তিনি চাইলেও আসতে পারছেন না পরিবারের এই দুঃসময়ে। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য ঝাড়খন্ডে আগামী ২৯ এপ্রিল অবধি লকডাউন ঘোষণা করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে প্রায় তিন লক্ষের কাছাকাছি করোনা সংক্রমণের খবর মিলেছে, যেখানে সক্রিয় কেসের সংখ্যা ২১ লক্ষ সংখ্যায় পৌঁছেছে।