বিশাখাপত্তনমেই ১৯ বছর আগের স্মৃতি ফেরালেন ৪২ এর তরুণ ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এখনও তিনি ৪২ এর তরুণ। কেরিয়ারের গোধূলিলগ্নে এসেও তাঁর ব্যাটে আজও বিন্দুমাত্র মরচে ধরেনি। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন। কিন্তু, আইপিএল এলেই ঝলসে ওঠে তাঁর ব্যাট। রবিবার বিশাখাপত্তনমে দেখা গেল সেই ছবি। ভেসে এল সেই পুরোনো কণ্ঠস্বর, "মাহি মার রহা হ্যায়।" দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসাধারণ ১৬ বলে ৩৭* রানের ইনিংস খেলেছেন ধোনি। তাঁর এই ঝড়ো ব্যাটিং দেখেই ভাইজাগে ফিরে এল সেই পুরোনো স্মৃতি।
তখনও শচীন, সৌরভ, সেহবাগরাই শাসন করছেন ক্রিকেট বিশ্ব। এরই মাঝে লম্বা বাদামি চুলের এক উইকেটকিপার ভারতীয় ক্রিকেটে পা রেখেছিল। পাকিস্তান ক্রিকেট দল খেলতে এসেছিল ভারতে। সিরিজের দ্বিতীয় ম্যাচটা হয়েছিল বিশাখাপত্তনমে। আর এই ম্যাচই বিশ্ব ক্রিকেটের সঙ্গে নিজের নাম পরিচয় করিয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫টি বাউন্ডারি এবং ৪টি ছয়ের সাহায্যে ১২৩ বলে ১৪৮ রানের সেই ইনিংস ধোনিকে পরিচয় করিয়েছিল তাঁর 'প্রথম প্রেম' প্রিয়াঙ্কার সঙ্গেও।
আরও পড়ুন: তুমি এই ইনিংস সারা জীবন মনে রাখবে! ঋষভ পন্থে মুগ্ধতা প্রকাশ সৌরভ গাঙ্গুলির
এরপর বঙ্গোপসাগরে আঁচড়ে পড়েছে অসংখ্য ঢেউ। অবসর নিয়ে বহু ক্রিকেটার বদলে ফেলেছেন নিজেদের পেশা। কিন্তু ধোনি রয়েছেন ধোনিতেই। ১৯ বছর পরের এক ৩১ মার্চে দর্শকদের যেন টাইম মেশিনে বসিয়ে পৌঁছে দিলেন সেই আগের বিশাখাপত্তনমে। যেখানে আরও একবার ব্যাট হাতে নামলেন লম্বা চুলের ধোনি। জাদেজার সঙ্গে জুটি বেঁধে ৪ টি বাউন্ডারি আর ৩ টে ছয় হাঁকিয়ে ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস উপহার দিতে পারেন দর্শকদের। প্রথম উইকেটকিপার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০টি আউট করার নজির গড়লেন তিনি। ম্যাচ শেষে 'ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্যা ম্যাচ ' পুরস্কারও জিতলেন তিনি। তবে এদিন ম্যাচ জিততে পারেনি ধোনির চেন্নাই। তবে তিনি হেরেও জিতে নিয়েছেন ২২ গজ।