আইপিএল ২০২৪ অভিযান শুরু করার আগে দেওরি মায়ের মন্দিরে মহেন্দ্র সিং ধোনি! ভাইরাল ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গতবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবার খেতাব ধরে রাখার লড়াই চেন্নাইয়ের। দ্রুত চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বে সব দলই। তার আগে রাঁচিতে দেওরি মায়ের মন্দিরে পুজো দিয়ে এলেন মহেন্দ্র সিং ধোনি। দেওরি মাকে বরাবরই ভীষণ মানেন ক্যাপ্টেন কুল। কেরিয়ারে যখনই বড় কোনও অভিযানে গিয়েছেন, রাঁচিতে দেওরি মায়ের শরণাপন্ন হয়েছেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে রোহিতরা
সেখানেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে মন্দিরে আসা ভক্তরা সেলফি তুলছেন ধোনির সঙ্গে ও ধোনিই ব্যস্ততার মাঝেও হাসি মুখে সেলফি তুলছেন ও একটি শিশুর সঙ্গেও খুনসুটি করতে দেখা গিয়েছে ক্যাপটেন কুলকে। সেই ভিডিওই এখন ভাইরাল।
প্রসঙ্গত, ক্রিকেটের বাইশ গজে ধোনির ভবিষ্যৎ নিয়ে লাগাতার চর্চা হচ্ছে। অনেকে ভেবেছিলেন, আর হয়তো ক্রিকেট মাঠে দেখা যাবে না ধোনিকে। অবসর জল্পনার মাঝেই তিনি গত আইপিএলে সিএসকে-কে অধিনায়ক হিসাবে দিয়েছিলেন পঞ্চম খেতাব। তারপরেও অবশ্য ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামেনি। অনেকে তো ধরেই নিয়েছিলেন যে, ধোনি তাঁর শেষ আইপিএল খেলে ফেলেছেন। যদিও সিএসকে শিবির থেকে বরাবর জানানো হয়েছে যে, ধোনিকে অধিনায়ক হিসাবে ধরেই তারা ২০২৪ সালের আইপিএলের প্রস্তুতি নিচ্ছে।