"শুরুর দিকে উইকেট না পাওয়াটাই ভালো", আন্দ্রে রাসেলের দাপটে চিন্তায় ছিলেন এমএস ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের কথা বলতে গেলে দুটি অংশে ভাগ করতে হবে। এক অংশে যখন পাওয়ারপ্লেতে ৩১ রানে পাঁচটি উইকেটের পতন ঘটে, আর বাকি অংশে কার্তিক-রাসেল-কামিন্সের ঝড়ে ম্যাচে ফেরে নাইটরা। পরপর তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ আন্দ্রে রাসেল এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং আবারও নিজের জাত চিনিয়েছেন।
মাত্র ২২ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাসেল, যেখানে তিনটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। এবং রাসেলের দাপট নিয়ে যখন ধোনিকে প্রশ্ন করা হয়, তখন সরাসরি না হলেও তিনি বুঝিয়ে দেন যে তিনি চিন্তায় ছিলেন।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে এসে যখন ধোনিকে রাসেলের ইনিংসের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তিনি বলেছেন, "খুব তাড়াতাড়ি শুরুর দিকের উইকেট না পাওয়াই ভালো। বিগ হিটাররা আসে, ২০০ রান রয়েছে, আর তারা একভাবেই খেলবে। সেখানে আপনি কিছু করতে পারবেন না। আমাদের একমাত্র অপশন ছিল জাদেজা। বল ঘুরছিল, কিছুটা শুকনো ছিল। যদি ২০ ওভার পুরো খেলা হত, ম্যাচ আরও হাড্ডাহাড্ডি হত।"
এদিকে ২২০ রান তুলেও স্বস্তিতে ছিলেন না, সেটি স্বীকার করেছেন ধোনি। তিনি বলেছেন, "ক্রিকেটের অনেক কিছুই আমি দেখেছি, আমি সব সময় ভেবেই চলি। কোনও কারণ নেই এটা ভাবার যে রান তুলে দিলে প্রতিপক্ষ স্কোর করতে পারবে না। খেলোয়াড়দের প্রতি আমার বার্তা ছিল যে আমরা ভালো রান তুলেছি বোর্ডে কিন্তু বেশি আত্মবিশ্বাসী হলে চলবে না।"