ম্যাচ হেরেও স্বস্তি নেই, এই অপরাধের জন্য শাস্তি পেলেন মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে কার্যত পর্যদুস্ত হয় তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ১৮৮ রানের বড় লক্ষ্য খাঁড়া করলেও দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ এর দুর্দান্ত ব্যাটিংয়ে সহজে জয় তুলে নেয় ক্যাপিটালস।
তবে প্রথম ম্যাচটি নিঃসন্দেহে ভুলতে চাইবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচেই হার, ব্যাট হাতে দুই বল খেলে শূন্য - একেবারে খারাপ দিন গিয়েছে ধোনির জন্য। আর ম্যাচের পর আবারও অস্বস্তিতে পড়লেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
স্লো ওভার রেটের জন্য জরিমানার সম্মুখীন হলেন ধোনি। জানা গিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার পূরণ করতে পারেনি চেন্নাই সুপার কিংস। আর এর জেরে অধিনায়ক হিসেবে ১২ লক্ষ টাকা জরিমানা পেতে হল মহেন্দ্র সিং ধোনিকে। আর এর জেরে সতর্ক থাকতে হবে মাহিকে, কারণ আর একবার এই ভুল করলে কিন্তু নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন ধোনি।