যোগ্য নেতা হিসেবে কঠিন দিনে সতীর্থদের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে নিজেকে পিছনে রাখলেন ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভালো অধিনায়ক হতে গেলে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও উদাহরণ তৈরি করতে হয়। আর এটিই অত্যন্ত বড় মন্ত্র সফল অধিনায়কদের ক্ষেত্রে। আজ মহেন্দ্র সিং ধোনির অধিনায়ক হিসেবে সফলতার কারণই হচ্ছে তার অফ ফিল্ডের আচরণ। আর এবার কঠিন পরিস্থিতিতে যোগ্য নেতার কাজ করলেন মাহি।
এই মুহুর্তে আইপিএল স্থগিত হওয়ার দরুণ সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ নিজেদের বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসে নিজের সতীর্থদের জন্য দারুণ ভূমিকা নিলেন ধোনি। দলের সাথে ভার্চুয়াল বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রথমে বিদেশী খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে, আর পরে ভারতীয় খেলোয়াড়রা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।
এই নিয়ে চেন্নাই সুপার কিংসের এক সদস্য বলেছেন, "মাহি ভাই বলেছেন যে তিনি শেষ ব্যক্তি হিসেবে হোটেল ছাড়বেন। তিনি চেয়েছেন বিদেশীরা আগে রওনা দিন, তারপর ভারতীয় খেলোয়াড়রা। তিনি আগামীকাল শেষ উড়ানটি নেবেন যখন সকলে নিজেদের বাড়ি সুরক্ষিতভাবে পৌঁছেছেন।"
দিল্লি থেকে বিশেষ চাটার্ড বিমানের ব্যবস্থা করেছে চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই বুধবার সকালে ১০ আসনের একটি চাটার্ড বিমান রাজকোট ও মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে যেখানে সন্ধ্যেবেলায় বেঙ্গালুরু ও চেন্নাইয়ে গিয়েছে আর এক চাটার্ড বিমান। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় রাঁচিতে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন ধোনি।