দীনেশ কার্তিকের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মরগান

এপ্রিল ১১ : একজন প্রাক্তন অধিনায়ক আরেকজন বর্তমান অধিনায়ক । কিন্তু দুজনের মধ্যে রেষারেষি বদলে রয়েছে গভীর বন্ধুত্ব । অন্তত অধিনায়ক ইয়ন মরগানের কথায় আভাস পাওয়া গেল সেরকমই । সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রাক্তন নাইট অধিনায়ক ও দলের উইকেটরক্ষক দীনেশ কার্তিকের ভূয়শী প্রশংসা করলেন ইয়ন মরগান । কার্তিক সম্পর্কে মরগানের বক্তব্য , " ব্যাট হাতে এবং উইকেটের পেছনে থেকে দিনেশ কার্তিক এর অবদান অনবদ্য । তাছাড়া ও খুব ভালো ফর্মেও রয়েছে।" ২০২০ মরশুমে , আইপিএলের মাঝপথেই দিনেশ কার্তিককে সরিয়ে ইয়ন মরগানকে অধিনায়ক নিযুক্ত করে নাইট ম্যানেজমেন্ট । কিন্তু দল পরিচালনায় দিনেশ কার্তিকের অবদান ও পরামর্শ যে খুবই গুরুত্বপূর্ণ সে কথা মনে করিয়ে দিয়েছেন ইয়ন মরগান নিজেই , " ও আমাকে মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই খুব সাহায্য করে , আর এর জন্য আমি ওর কাছে খুবই কৃতজ্ঞ ।" সব মিলিয়ে সৌহার্দ্য বিনিময় পর্ব পেরিয়ে বিশ্বকাপজয়ী ইংরেজ অধিনায়কের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স ট্রফি খরা কাটাতে পারে কিনা সেটাই এখন দেখার ।