চোটের জন্য আইপিএল খেলতে পারেননি। ইন্সুরেন্স কোম্পানির কাছে অর্থ দাবি মিচেল স্টার্কের....

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: চোটের কারণে ২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে না পারার জন্য ইন্সুরেন্স কোম্পানি থেকে ১.৫৩ মিলিয়ন ডলার অর্থ দাবি করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি জোরে বোলার মিচেল স্টার্ক। কিন্তু ইন্সুরেন্স কোম্পানি সেটা দিতে অস্বীকার করে। তাঁর চোটের সময়সীমা নিয়ে সমস্যা দেখা দেওয়ায়। সেই নিয়ে গত বছর এপ্রিল মাসে তিনি ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছিলেন। ১২ আগস্ট তার শুনানি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মিচেল স্টার্ক। তিনি আর খেলতে পারেননি। সেই সময় ইন্সুরেন্স কোম্পানির থেকে অর্থ দাবি করেছিলেন তিনি। কিন্তু যথোপযুক্ত প্রমান ও সময়সীমা ঠিকঠাক নেই বলে ইন্সুরেন্স কোম্পানি তাঁকে অর্থ দিতে অস্বীকার করে। এরপরই আইনি ব্যবস্থা নেন স্টার্ক।
তাঁর মতে ২০১৮- র আইপিএলের সময় তিনি যদি খেলতেন তাহলে প্রচুর অর্থ রোজগার করতে পারতেন। তার কারণ তাঁর সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের বিপুল পরিমাণ অর্থের চুক্তি ছিল। কিন্তু চোটের জন্য তো দেশের হয়ে খেলতে পারেননি। সেখানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন কী করে!
সেই সিরিজেরই তৃতীয় টেস্ট খেলতে গিয়েছিলেন তিনি। উভয় পক্ষই তার যে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছে তা পুরো উল্টো।