ফাইনালের আগে মুম্বাই সিটি এফসিকে বার্তা মুম্বাই ইন্ডিয়ানস খেলোয়াড়দের

মার্চ ১৩ : আজ আইএসেলের মহা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসি ও এটিকে মোহনবাগান । আর তার ঠিক আগেই মুম্বাই সিটি এফসিকে ফাইনালের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন হার্দিক পান্ড্য , জাহির খান , সূর্য্য কুমার যাদব সহ একদিক ক্রিকেটার । আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস দলের তরফ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মুম্বাই সিটি এফসিকে শুভেচ্ছা জানাতে দেখা যায় এই ক্রিকেটারদের ।
হার্দিক বলেন , " বড় ফাইনালের জন্য মুম্বাই সিটি এফসিকে শুভকামনা জানাই , মুম্বাই ইন্ডিয়ানস এর সবাই তোমাদের পেছনে রয়েছে এবং উৎসাহিত করছে । সুতরাং ট্রফিটা যেখানে মানানসই সেখানেই নিয়ে এসো ।"
জাহির বলেন , " গোটা মরশুমটাই এখনও পর্যন্ত অসাধারণ হয়েছে , ফাইনাল এসে গেছে ফাইনালেও সাফল্য কামনা করছি , আমাদের গর্বিত কোরো , ট্রফি নিয়ে ফিরো । "
ফাইনালে দুরন্ত খেলে ট্রফি নিয়ে ফেরার অনুরোধ করেছেন সূর্য্য কুমার যাদবও।