১৫৬.৭ কি.মি./ঘন্টা! বার্গারকে টপকে গতির লড়াইয়ে আবারও শীর্ষে ময়ঙ্ক যাদব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামের ২২ গজের পিচে রীতিমত আগুন লাগিয়ে দিয়েছেন ২১ বছর বয়সী ভারতীয় পেস বোলার ময়ঙ্ক যাদব। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার আরসিবি দলের টপ অর্ডার ব্যাটাররা।
ময়ঙ্কের বুলেট গতির বল বুঝতে হিমসিম খাচ্ছেন নামি-দামি ব্যাটাররা। মঙ্গলবার ১৫৬.৭ কি.মি./ঘন্টায় বল করে নন্দ্রি বার্গারকে টপকে ২০২৪ আইপিএলের দ্রুততম বলটি করে ফেললেন ময়ঙ্ক।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট মহলে স্পিডস্টার বলতে উঠে এসেছিলেন একমাত্র উমরান মালিক। কিন্তু এক মরশুমের পরেই তিনি ক্রমশ তাঁর ফর্ম হারাতে থাকেন।
এরফলে ভারতের নতুন স্পিড স্টার পাওয়ার আশা নিয়েও হতাশ হন ভারতীয় সমর্থকেরা। তবে ময়ঙ্কের গতি এবং বোলিং তারতম্য নতুন করে আশা জাগিয়ে তুলছে ভারতীয় ক্রিকেট ভক্তদের।
গৌতম গম্ভীরের খুঁজে বের করা ময়ঙ্ক বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের তুরুপের তাস।
এদিন গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্রিস গ্রিনের মত তারকা বিদেশি ক্রিকেটারদের উইকেট নেন ময়ঙ্ক।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম ১০ ওভারে ৩ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে দুই উইকেট নেন ময়ঙ্ক যাদব। চলতি আইপিএলে ময়ঙ্কের গড় গতি ১৪৮.১ কি.মি./ঘন্টা। তবে ভালো বোলিংয়ের পাশাপাশি তার বলের গতি বারংবার নজর কাড়ছে সকলের।