নাইট শিবিরে চিন্তার ভাঁজ, প্রথম কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন শ্রেয়াস আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:- আইপিএল শুরুর আগেই এক নতুন চিন্তা চাগাড় দিয়ে উঠলো নাইট শিবিরে। সূত্রে জানা গিয়েছে, পিঠের যন্ত্রণার কারণে প্রথম কয়েকটি আইপিএল ম্যাচে নাও খেলতে পারেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আগামী ২২ শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল এবং আগামী ২৩ শে মার্চ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
রঞ্জি ট্রফিতে ৯৫ রানে অপরাজিত থাকাকালীন আবারো পুরনো পিঠের যন্ত্রণা হয় আইয়ারের। সেই সময় পরপর দুবার ফিজিও দেখাতে হয় তাকে। এছাড়াও ভারত বনাম ইংল্যান্ড টেস্টেও একই সমস্যা সম্মুখীন হয়েছিলেন তিনি।
বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়ার পর এই টুর্নামেন্ট তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে, এই টুর্নামেন্টের পারফরমেন্সের ওপর তার ভবিষ্যৎ নির্ভর করে আছে। অন্যদিকে এই অসম্ভব চোটের যন্ত্রণার কারণে রঞ্জি ফাইনালেও ২২ গজে তার নামার সম্ভাবনা কম।
আরও পড়ুন- সাদিকু ম্যাজিকে কোচিকে সবুজ-মেরুনে রাঙাল মোহনবাগান
জাতীয় ক্রিকেট একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে তার চোট নিয়ে নতুন কোন উদ্বেগের আশা এখনো পর্যন্ত নেই। তবে তার দলে না থাকা নাইট শিবিরে এক চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ ব্যাটিংয়ের ক্ষেত্রে অন্যতম প্রধান সদস্য তিনি। এছাড়াও তিনি না খেললে তার পরিবর্তে কে আসবেন আর কেই বা অধিনায়কের দায়িত্ব সামলাবেন তাও এখন বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।