এই বিশেষ উপায়ে মিলে গেল লিভারপুল ও আইপিএল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের অন্যতম নামী ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়গত দিক থেকে বর্তমানে তেমন শক্তিশালী না হলেও, এবার আর্থিক দিক থেকে অনেকটাই লাভবান হয়ে উঠল। জনপ্রিয় লগ্নিকারী সংস্থা রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স অংশীদারিত্ব কিনল রাজস্থানের। ২০০৮ সালের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজির ১৫ শতাংশ অংশীদারিত্ব নিল এই মার্কিন এই সংস্থা।
এই রেডবার্ড ক্যাপিটালস এর আগেও ক্রীড়াক্ষেত্রে বড় লগ্নি করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল লিভারপুলের ইনভেস্টর তারা, ৭৩৫ মিলিয়ন ডলারের লগ্নি করেছে তারা। এছাড়া জনপ্রিয় মার্কিনি বেসবল ফ্র্যাঞ্চাইজি বস্টন রেড সক্স, এক্সএফএল এবং লিগ ওয়ানের দল টুলুসেও লগ্নি রয়েছে এই সংস্থা।
যদিও কত দামে এই ডিল হয়েছে, সেটি প্রকাশ্যে আসেনি। কিন্তু সূত্রের তরফ থেকে জানা গিয়েছে, অন্তত ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এই দুই সংস্থার মধ্যে। বর্তমানে রাজস্থান রয়্যালসের স্বত্বাধিকার রয়েছে লন্ডনবাসী ভারতীয় লগ্নিবিদ মনোজ বাদালের ইমার্জিং মিডিয়া।
২০২০ সালে রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড ভ্যালু আট শতাংশ কমে যায়, যার জেরে ২৪ কোটি টাকার ধাক্কা খেয়েছে। এর জেরে ইমার্জিং মিডিয়া নিজেদের স্বত্বাধিকার ৫১ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশে এনেছিল। এবার তাতে যুক্ত হল রেডবার্ড ক্যাপিটালস।