করোনার মাঝে আইপিএল বিসিসিআই-ক্রিকেটারদের ভূমিকা নিয়ে চরম বিষোদগার ললিত মোদির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে করোনা পরিস্থিতি যখন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে দেশে, তখন তারই মাঝে চলছে আইপিএলের রমরমা। এই নিয়ে নানা মানুষ নানা মতামত দিলেও এই অতিমারির সময়ে আইপিএল খেলা নিয়ে বিতর্ক উঠেছেই। এবার আইপিএলে বিসিসিআই এবং ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ এই টুর্নামেন্টের আবিষ্কর্তা ললিত মোদি।
নিজের আবিষ্কার থেকেই আজ বিতাড়িত ললিত মোদি মনে করছেন, খেলোয়াড় এবং বোর্ড এই করোনার জেরে অসহায় মানুষদের জন্য কিছু করছে না। এই নিয়ে মোদি বলেছেন, "ভুলে গেলে চলবে না ইতিহাস স্বাক্ষী থাকবে কিভাবে ভারতীয় খেলোয়াড়রা প্রতিক্রিয়া দিয়েছিল যখন ভারতে এই ধরণের সংকট উদয় হয়েছে।"
এই নিয়ে মোদি আরও বলেছেন, "লজ্জার, খুবই লজ্জার বিষয় যে খেলোয়াড়রা এই বিষয়ে কোনও ভূমিকা নেয়নি। কোনও কালো কাপড় পড়েনি, হাঁটু গেড়ে কিছুই করেনি যা আমায় অবাক করে দেয়। এই আইপিএল অনেক কিছু করতে পারত। আমি জানি না কারা এনাদের থামাচ্ছেন। প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, প্রতিটি ভারতবাসী গুরুত্বপূর্ণ। এটিই সময় একসাথে থেকে লড়াই করার।"
যদিও আইপিএল মাঝপথে বন্ধ করে দেওয়ার বিষয়ে রাজি নন মোদি। তিনি বলেছেন, "আমাদের উচিত নয় আরও কিছু পরিবারকে তাদের রুটিরুজি থেকে বঞ্চিত করতে। তাদের কাছ থেকে তাদের খাবারকে কেড়ে নেওয়া উচিত হবে না। কিছু ঘরোয়া খেলোয়াড় এই ছয় থেকে আট সপ্তাহে আইপিএল থেকে বেশিরভাগ উপার্জন করছে যা তাদের গোটা বছরের উপার্জনের প্রায় সমান। সেটিকে সরিয়ে নিলে চলবে না।"
এদিকে বিসিসিআইয়ের টুর্নামেন্ট আয়োজন নিয়ে সমালোচনা করেন মোদি। তিনি বলেছেন, "আমি বুঝতে পারছি না কেন এই ম্যাচগুলি অতি সংক্রমিত জায়গাগুলিতে হচ্ছে। এটি সহজেই দূরে রাখা যেত এবং এখনও দূরে রাখা যেতে পারে, এমনটা নয় যে অন্য কোনও কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে না। অল্প কিছু স্টাফ বা পরিকাঠামো সরিয়ে নিলে হয়ত এই অতিমারি থেকে কিছুটা সহায়তা মিলত। আমি এটি কোনওভাবেই মেনে নিতাম না।"
যদিও ললিত মোদির এই কথাগুলি স্রেফ হিংসা নাকি নিজের ভালোমানুষি চরিতার্থ করতে বলেছেন, কিন্তু নিঃসন্দেহে আইপিএলে করোনা নিয়ে সেভাবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যদিও বেশ কিছু ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি নিজেদের উদ্যোগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে এবং বিভিন্নভাবে সহায়তা করেছে এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য।