টস হেরে খুশি নন মর্গ্যান, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের, দেখে নিন দুই দলের একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের সরণিতে ফিরতে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
টস জিতে স্যামসন বলেছেন, "টস জিতে প্রথমে বোলারদের সুবিধা হয়েছে এখানে। আমি কৃতিত্ব দিতে চাইব দলের সদস্যদের যেহেতু এখানে অনেক ইতিবাচক বিষয় রয়েছে যদিও আমরা তিনটি ম্যাচ হেরেছি। আমরা সেভাবে কিছু করিনি, আইপিএলের মত টুর্নামেন্টে ওঠা পড়া লেগেই থাকে।"
এদিকে টসে জিতে তিনিও বোলিং নিতেন, মানছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বলেছেন, "আমরাও বোলিং করতে চাইতাম। আমরা দেখেছি অন্যদিন যেখানে ২২০ যথেষ্ট ছিল। আশা করব আমরা আমাদের ভুল শুধরাতে পারব। দারুণ ম্যাচ ছিল সেটি। যে মানসিকতা ছেলেরা দেখিয়েছে তা দুর্দান্ত।"
রাজস্থান রয়্যালস নিজেদের দলে দুটি পরিবর্তন করেছে। মনন ভোহরার পরিবর্তে যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স গোপালের পরিবর্তে জয়দেব উনাদকাট খেলছেন। এদিকে কলকাতা নাইট রাইডার্সে একটি বদল হয়েছে। কমলেশ নাগারকোটির পরিবর্তে আসছেন শিবম মাভি।
রাজস্থান রয়্যালস একাদশ - জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার / অধিনায়ক), ডেভিড মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
কলকাতা নাইট রাইডার্স একাদশ - নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, শিবম মাভি, প্রসিধ কৃষ্ণা।