করোনায় দেশবাসীর সেবায় বড়সড় উদ্যোগ নিয়ে এগিয়ে এল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে করোনায় লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন, চার লক্ষে ছুঁয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের প্লাজমা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর এই প্লাজমা প্রদানে বড়সড় উদ্যোগ নিল কলকাতা নাইট রাইডার্স।
শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স একটি পোস্ট করে, যেখানে তারা দেশের মানুষদের রক্তের প্লাজমা প্রদানের জন্য একটি নয়া উদ্যোগ চালু করে। এই প্রকল্পের নাম 'প্রোজেক্ট প্লাজমা'। নারায়ণা হেলথের সাথে সহায়তায় এবং জনপ্রিয় রেডিও নেটওয়ার্ক ফিভারের সাথে হাত মিলিয়ে এই বিশেষ উদ্যোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লাজমা প্রদানের জন্য একটি বিশেষ নম্বরও রেখেছে তারা। যা হল ৯০৭৩৩ ৪৮২৪৫।
তবে এই প্লাজমা প্রদানের বিষয়টি নতুন নয়, এর আগে শচিন তেন্ডুলকরও করোনা আক্রান্তদের কাছ থেকে প্লাজমা প্রদানের জন্য আবেদন করেছেন এবং গত বছর এই অতিমারির সময়ে তিনি একটি প্লাজমা ব্যাঙ্ক খুলেছিলেন। এবার এই মহৎ কাজে এগিয়ে এল দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা।