দুরন্ত আরসিবির বিরুদ্ধে ভাগ্যে বদল আনতে সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাত ম্যাচে পাঁচ হার - আইপিএলের প্রথম পর্বের পারফর্মেন্স যথারীতি হতশ্রী কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবার দ্বিতীয় পর্বের লড়াইয়ে সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাক্সওয়েল-এবিডি ঝড়ে চেন্নাইয়ে উড়ে গিয়েছিল নাইটরা, এই পরিস্থিতিতে আহমেদাবাদে লিগের উপরে থাকা আরসিবির বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
সুযোগ পেয়েও ব্যাট বা বল হাতে সেভাবে প্রমাণ করতে পারেননি সুনীল নারাইন। মিডল অর্ডারে একেবারে অনুপযোগী নারাইনকে এবার হয়ত ওপেনিংয়ে শুভমন গিলের সাথে খেলানো যেতে পারে। এর ফলে বসতে পারেন নীতিশ রানা, যিনি বেশ খারাপ ফর্মে রয়েছেন। এদিকে আহমেদাবাদে স্পিনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে হরভজন সিংকে আনা যেতে পারে এই একাদশে।
এছাড়া তেমন কোনও পরিবর্তনের আবশ্যকতা রাখবে না নাইটরা। প্রসিধ কৃষ্ণা ব্যয়বহুল প্রমাণিত হলেও তার প্রভাবকে মাথায় রেখে কামিন্সের সাথে জুটি বাঁধাবে কেকেআর। এদিকে শিবম মাভি গত ম্যাচে খারাপ পারফর্ম করলেও তরুণ পেসারের প্রতি আস্থা হারাতে চাইছে না ম্যানেজমেন্ট। এদিকে ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেলের ত্রয়ীকে মিডল অর্ডারে জ্বলে উঠতে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - শুভমন গিল, সুনীল নারাইন, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।