অপরিবর্তিত একাদশ নিয়েই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর চার ম্যাচ হেরে ইতিমধ্যেই আত্মবিশ্বাস তলানিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ধুঁকতে থাকা রাজস্থানের কাছে হারার পর এবার সামনে আরও এক ধুঁকতে থাকা দল পাঞ্জাব কিংস। এবারের আইপিএলে তেমন ভালো ফর্মে নেই পাঞ্জাব, যদিও শেষ ম্যাচে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছে। এই পরিস্থিতিতে কি একাদশ নিয়ে নামতে পারে কলকাতা, দেখে নেওয়া যাক।
এই মুহুর্তে নাইটদের যে একাদশ রয়েছে, সেটিই সব থেকে শক্তিশালী হিসেবে প্রমাণিত হচ্ছে। তবে আহমেদাবাদের পিচে স্পিনারদের ভূমিকা যথেষ্ট বেশি। ফলে বরুণ চক্রবর্তীর সাথে পার্টনারশিপ করবেন সুনীল নারাইন। ব্যাট হাতে কোনও ঝলক না দেখালেও বল হাতে বেশ কার্যকরী ভূমিকা নিয়েছেন নারাইন। এদিকে শিবম মাভি গত ম্যাচে দারুণ বোলিং করেছেন, সুতরাং তিনিও থাকছেন দলে। এছাড়া প্যাট কামিন্স ও প্রসিধ কৃষ্ণার পেস জুটি অব্যাহত থাকছে।
এদিকে ব্যাটিংয়ের কথা বললে, এটিই কলকাতার মূল চালিকা শক্তি। সুতরাং টিম ম্যানেজমেন্টকে বেশ সাহসী হতে হবে এই তারকাসমৃদ্ধ একাদশে পরিবর্তন আনার। অফ ফর্মে থাকলেও শুভমন গিলকে সরানোর ভুল করবে না নাইটরা। একই সাথে, ইয়ন মর্গ্যানও নিজের ফর্ম ফিরে পেতে চাইবেন। টপ অর্ডারে রাহুল ত্রিপাঠিকে ভূমিকা নিতে হবে। হয়ত শুভমন গিলকে সময় দিতে ওপেনিংয়ে সুনীল নারাইন বা রাহুল ত্রিপাঠিকে খেলিয়ে নীতিশ রানাকে নীচে নামাতে পারে কেকেআর। তবে খেলোয়াড় পরিবর্তন হয়ত হবে না।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - সুনীল নারাইন, শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।