শক্ত গাঁট মুম্বইকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে চায় কেকেআর, দেখে নিন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুইবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি, টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিবেচিত। কিন্তু একটি দলের কাছেই যেন সমস্ত জারিজুরি শেষ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের, আর তা হল মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘ ১৩ বছরের লড়াইয়ে ২৭ বার মুখোমুখি হয়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজি, এবং মুম্বইকে মাত্র ছয়বার হারাতে পেরেছে কেকেআর।
এর জেরে শক্ত গাঁট হিসেবে বিবেচিত মুম্বইকে হারাতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তার এক দিন ব্যবধানেই খেলতে হবে পাঁচবারের আইপিএল জয়ীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে দলে কি কোনও পরিবর্তন আনবে কেকেআর?
https://streamyard.com/bchjf6g89w
সম্ভবত নয়। ওপেনিংয়ে শুভমন গিল থাকছেনই, এবং নীতিশ রানা ওপেনিংয়ে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন। এদিকে তিন নম্বরে রাহুল ত্রিপাঠিও অর্ধশতরান করে ছন্দে রয়েছে। আর রয়েছে কলকাতার শক্তিশালী মিডল অর্ডার। শাকিব-রাসেল-মর্গ্যান-কার্তিক সমৃদ্ধ এই অসাধারণ মিডল অর্ডারে কলকাতার ব্যাটিং জোরদার।
আর বোলিংয়ের দিক থেকে দেখলে, প্রসিধ কৃষ্ণা এবং প্যাট কামিন্সের পেস জুটি দারুণ কাজে এসেছে। এছাড়া বরুণ চক্রবর্তী ও শাকিব আল হাসানের অফ স্পিন খুবই কার্যকরী হবে চেন্নাইয়ের পিচে। হরভজন সিংয়ের অভিজ্ঞতাও কাজে আসবে এই পিচে। আর শেষে, ডেথ ওভারে আন্দ্রে রাসেল অত্যন্ত উপযোগী হবেন হার্দিক-পোলার্ডের বিধ্বংসী ব্যাটিংকে রুখতে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ – শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।