সুখবর! করোনা নেগেটিভ হলেন নীতিশ রানা, খেলবেন এই ম্যাচ থেকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতকাল কলকাতা নাইট রাইডার্স ভক্তদের জন্য খারাপ খবর আসে, তারকা ব্যাটসম্যান নীতিশ রানা করোনায় পজিটিভ হয়েছেন। এবারের আইপিএলের প্রথম কোভিড পজিটিভ কেস মিলল নাইট শিবিরে। আর দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের আক্রান্ত হওয়ার কারণে চিন্তায় ছিল নাইট শিবির।
কিন্তু বৃহস্পতিবার পুনরায় কোভিড টেস্ট করানো হয় রানার। আর সেখানে নেগেটিভ আসে দিল্লির এই বাঁ হাতি ব্যাটসম্যানের। ফলে কয়েক দিনের মধ্যেই আবারও অনুশীলনে নামতে পারবেন নীতিশ।
এর ফলে আগামী ১১ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের উদ্বোধনী ম্যাচে খেলতে অসুবিধা হবে না নীতিশ রানার। কেকেআরের টপ অর্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রানা। তিন নম্বরে নেমে নাইটদের ভিত গড়ে দিতে বড় ভূমিকা নেন তিনি। গত চার বছর আইপিএলে ৩০০ এর বেশি রান করে এসেছেন তিনি।