রিপোর্ট : রামনবমীর জন্য পিছিয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের এই হোম ম্যাচ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। তবে বিসিসিআইয়ের তরফ থেকে ম্যাচ পিছোনোর কিংবা অন্যত্র ম্যাচ সরানোর পরিকল্পনা চলছে।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, এই নিয়ে ইতিমধ্যেই দুই ফ্র্যাঞ্চাইজি, রাজ্য সংস্থা এবং সম্প্রচারকারকদের আভাস দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে সরতে চলেছে কেকেআর বনাম রাজস্থান ম্যাচ?
আরও পড়ুন - মুম্বাইকে হারিয়ে লিগ শীর্ষে উঠতে এই একাদশে নামতে পারে রাজস্থান রয়্যালস
রিপোর্ট অনুযায়ী, সেই দিন দেশজুড়ে রামনবমী পালিত হওয়ায় সেই দিন ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব কিনা, সে নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর দুই দিন বাদেই দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন, যার জেরে জোরকদমে প্রচার চলবে পুরো দেশে। ফলে নিরাপত্তাজনিত সংশয় তৈরি হয়েছে।
যা খবর, এই নিয়ে কলকাতা পুলিশের সাথে নিয়মিত কথা চালাচ্ছে বিসিসিআই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিসিসিআই দুই ফ্র্যাঞ্চাইজি সহ সম্প্রচারকারকদের জানিয়েছে যে সূচিতে বদল আসতে পারে।
আরও পড়ুন - বুঝতেই পারলাম না ম্যাচটা আমরা হেরে গিয়েছি! ম্যাচের ফলাফল কিভাবে ভুলে গেলেন সাক্ষী ধোনি?
এই নিয়ে এক শীর্ষ আইপিএল কর্তা ক্রিকবাজকে বলেছেন, "পুলিশ আধিকারিকদের সাথে কথা চলছে এবং আমরা দ্রুত একটি সিদ্ধান্ত নেব।"