ধোনিকে আর সামনাসামনি দেখা হল না বঙ্গ ক্রিকেটপ্রেমীদের! দেখুন নাইটদের পূর্ণাঙ্গ সূচি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএল ২০২৪-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আর বাংলার ক্রিকেটপ্রেমীদের একটিই আগ্রহ ছিল, শেষবারের মত কী মহেন্দ্র সিং ধোনিকে ইডেন গার্ডেন্সে খেলতে দেখতে পারবেন তারা? যেহেতু অনেকে মনে করছেন, এটিই ধোনির শেষ আইপিএল হতে পারে! তবে সে আশায় পড়ল জল। আগামী ৮ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের খেলা পড়েছে চিপকে, সন্ধ্যে সাড়ে সাতটায়।
ইতিমধ্যেই নাইটদের প্রথম তিন ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছিল আগেই। এবার পুরো সূচি ঘোষণা করা হল। চেন্নাই ম্যাচের পর কলকাতার পরের ৫টি খেলা রয়েছে ইডেনে। ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্ট, ১৭ এপ্রিল রাজস্থান রয়্যালস, ২১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২৬ এপ্রিল পাঞ্জাব কিংস ও ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরপর হোম ম্যাচ খেলবে নাইটরা।
আরও পড়ুন -
এরপর ৩ মে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। তার দুই দিন পরেই ৫ মে লখনউয়ে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে কলকাতা। এরপর ১১ মে পুনরায় ঘরে ফিরবে কেকেআর, সেখানে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে। শেষ দুই ম্যাচ খেলতে আহমেদাবাদ ও গুয়াহাটিতে যাবে কলকাতা নাইট রাইডার্স, যথাক্রমে ১৩ মে গুজরাট টাইটান্স ও ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে কলকাতা।
দেখুন আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ সূচি -