দেখুন : মুম্বইয়ে দুর্দান্ত প্রস্তুতির পর এবার নয়া সাজে চেন্নাইয়ে পৌঁছলেন নাইটরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১১ এপ্রিল চেন্নাইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। আর সেই কারণে বৃহস্পতিবার চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিল নাইট শিবির। এতদিন মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে প্রাক মরশুম প্রস্তুতি সারছিল কেকেআর, তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল তারা।
কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে, যেখানে সকলে পিপিই কিট পড়ে বিশেষ চাটার্ড ফ্লাইটে উঠেছেন। সেখানে দেখা গিয়েছে শুভমন গিল, গুরকিরত সিং মান, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী প্রমুখ ক্রিকেটারদের। ছবি ছিল নাইটদের ব্যাটিং কোচ ব্রেন্ডন ম্যাককালামেরও। পোস্টের ক্যাপশনে কেকেআর লিখেছেন, “ফ্লাইটে নাইটরা”।
মুম্বইয়ে থাকাকালীন করোনা টেস্টে পজিটিভ এসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান নীতিশ রানা। এরপর আইসোলেশনে থাকার পর তিনি নেগেটিভ হয়েছিলেন। পরে অনুশীলনে পুরো দমে নামেন রানা। আর এর জেরে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন দিল্লির এই বাঁ হাতি ব্যাটসম্যান।