প্যাট কামিন্সের বদলি হিসেবে এই অভিজ্ঞ তারকা পেসারকে সই করাল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বের জন্য ইতিমধ্যেই একাধিক অজি খেলোয়াড় নিজেদের অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছে। আর এই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন তারকা পেসার প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্সের আশা ও ভরসা ছিলেন কামিন্স, ফলে তার না থাকাটা বড় ধাক্কা ছিল নাইটদের জন্য।
এই পরিস্থিতিতে এবার প্যাট কামিন্সের বদলি বেছে নিল কলকাতা। নিউজিল্যান্ডের তারকা অভিজ্ঞ পেসার টিম সাউদিকে সই করল নাইটরা। বৃহস্পতিবার এমনই বার্তা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এক কর্মকর্তা। তিনি বলেছেন, "টিম একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং নিউজিল্যান্ড দলের অন্যতম শক্তি। সংযুক্ত আরব আমিরশাহির পরিস্থিতিতে, আমরা আশা করছি উনি ভালো পারফর্ম করবেন।"
জানা গিয়েছে, কিছু সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা করবে কেকেআর। ফলে কলকাতার সংসারে আরও এক কিউইর সংখ্যা বাড়ল। দলে ইতিমধ্যেই রয়েছেন আর এক তারকা কিউই পেসার লকি ফার্গুসন।
আইপিএলে টানা ছয় বছর খেলার পর ২০২০ নিলামে অবিক্রিত হয়ে যান তিনি। চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন সাউদি। ৪০টি আইপিএল ম্যাচে ৮.৪৭ ইকোনমিতে ২৮ উইকেট নিয়েছেন তিনি।