থ্রিলার ম্যাচে শেষ ওভারে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল কেকেআর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ।
আরও পড়ুন: মৃত্যুকে জয় করে ক্রিকেটে প্রত্যাবর্তন ঋষভ পন্থের
ম্যাচের শুরুতেই ওপেনার সুনীল নারিন রানআউট হয়ে যান দুই রানে। তারপর একে একে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার (৭), শ্রেয়স আইয়ার ০, নীতিশ ৯ রানে আউট হন। এরপরেই দলের হাল ধরেন ফিল সল্ট এবং রমনদীপ। ৪০ বলে ৫৩ রানের ইনিংস খেললেন সল্ট। তিনটি করে চার ও ছ্ক্কা মারেন সল্ট। রমনদীপ করেন ১৭ বলে ৩৫ রান। হায়দরাবাদ বোলারদের কার্যত দিশেহারা করে দেন রাসেল। ২৫ বলে ৬৪ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং সাতটি ছয়।নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তুলল কেকেআর।
বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল মায়াঙ্ক ও অভিষেক শর্মা। ৩২ রানে মায়াঙ্ককে আউট করে সানরাইজার্স দলে প্রথম ধাক্কা দিলেন হর্ষিত রানা। ব্যাটিংয়ের পর উইকেটও নিলেন রাসেল। প্রথমে আউট করলেন অভিষেক শর্মাকে (৩২)। পরপর উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।
হায়দরাবাদ ব্যাটিংয়ের হাল ধরেন হেনরি ক্লাসেন। ২৫ বলে অর্ধশতরান করেন তিনি। শেষ পর্যন্ত ২৯ বলে ৬৩ রান করে আউট হন। স্টার্ক-বরুণ চক্রবর্তীদের বল হেলায় মাঠের বাইরে পাঠালেন। একটা সময় মনে হয়েছিল হাতের বাইরে ম্যাচ চলে যাবে কেকেআরের। কিন্তু শেষ ওভারে কেকেআরের হয়ে রুদ্বশ্বাস জয় এনে দিলেন হর্ষিত রানা।