জোর ধাক্কা পাঞ্জাবের, হাসপাতালে ভর্তি অধিনায়ক কে এল রাহুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলে বেশ মিশ্র অবস্থা যাচ্ছে পাঞ্জাব কিংসের। এই পরিস্থিতিতে এবার জোর ধাক্কা খেল পাঞ্জাবের এই ফ্র্যাঞ্চাইজি। দলের অধিনায়ক তথা চলতি আইপিএলের সর্বোচ্চ রানস্কোরার কে এল রাহুল হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার পাঞ্জাব কিংস একটি বিবৃতি জারি করে লিখেছে, "শনিবার রাতে পেটে ব্যাথা হয়েছিল রাহুলের এবং ওষুধে কোনও ফল না হওয়ায় তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, যেখানে জানা যায়, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে রাহুলের। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি ঠিক হবে এবং সুরক্ষাবিধি মেনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
এর জেরে চলতি আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন রাহুল, তা একপ্রকার নিশ্চিত। এবারের আইপিএলে সাত ম্যাচে ৩৩১ রান করেছেন রাহুল। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত ৯১ রানের ইনিংস খেলেন। রাহুলের এই বিদায়ে পাঞ্জাবের পক্ষে বিশাল বড় ধাক্কা হবে তা বলাই যায়।