স্থগিত হল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ, করোনায় আক্রান্ত দুই ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জোর ধাক্কা পেল আইপিএল ২০২১। জানা গিয়েছে, সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি স্থগিত হতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স শিবিরে করোনা সংক্রান্ত সমস্যা আসার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআরের বেশ কিছু সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে আক্রান্ত সদস্যদের কয়েকজন অসুস্থবোধ করেছেন এবং তাদের চিকিৎসকদের অধীনে রাখা হয়েছে।
আইপিএল এর তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হয়েছেন এবং মেডিকাল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বাকি সকল খেলোয়াড়রা করোনা নেগেটিভ এসেছেন। এছাড়া মেডিকাল টিম নজর রাখছে যে কি কারণে এই দুই ক্রিকেটার বলয়ের মধ্যে থাকা সত্ত্বেও সংক্রমিত হলেন।
জানা গিয়েছে, ইতিমধ্যেই বিসিসিআই এর তরফ থেকে আয়োজক গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কথা বলা হয়েছে এবং জিসিএ এর তরফ থেকে জানানো হয়েছে, অন্য একটি তারিখে এই ম্যাচ খেলা হবে। সোমবার বিকেলে ম্যাচটির নয়া তারিখ নিয়ে আলোচনা করা হবে।