কোয়ারেন্টাইন পর্ব শুরু নাইটদের

মার্চ ২১: আসন্ন আইপিএলের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স । প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক , তরুণ পেসার কমলেশ নাগরকোটি , ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি , সহকারী কোচ অভিষেক নায়ার প্রমুখ আজ নিভৃতবাস পর্ব শুরু করার জন্য দলের হোটেলে পৌঁছে যান ।
' এটা কোয়ারেন-টাইম ' শীর্ষক পোস্টে নিজেদের সামাজিক মাধ্যমে নিজেরাই এই কথা জানায় কেকেআর । বিসিসিআই এর নিয়ম অনুসারে ৭ দিনে ৩ বার কোভিড পরীক্ষা করা হবে সকলের , তিনটি পরীক্ষার ফলই সন্তোষজনক হলে তবেই প্রবেশ করা যাবে নির্দিষ্ট জৈব বলয়ে । সুতরাং অবিলম্বে নিভৃতবাস শুরু করা ছাড়া উপায় নেই দল গুলোর । তবে নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান ও প্রসিদ্ধ কৃষ্ণ জাতীয় দলের জন্য নির্মিত জৈব বলয় থেকে সরাসরি আইপিএলের জৈব বলয়ে প্রবেশ করতে পারবেন ।