শেষ ওভারে টেনশনে থাকা হর্ষিত রানাকে কীভাবে শান্ত করেছিলেন? জবাব দিলেন শ্রেয়াস আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার আইপিএল ২০২৪-এর থ্রিলার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স। তরুণ অলরাউন্ডার হর্ষিত রানার শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় নাইটরা।
তবে হর্ষিতের জন্য কাজটি সহজ ছিল না। শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। আন্দ্রে রাসেলের ওভার বাকি থাকতেও অধিনায়ক শ্রেয়াস বেছে নেন হর্ষিতকে। আর প্রথম বলেই হর্ষিতকে ছয় মারেন হেনরিখ ক্লাসেন। কিন্তু তারপর ক্লাসেন ও শাহবাজ আহমেদকে আউট করেন হর্ষিত। কীভাবে এই কঠিন পরিস্থিতিতে হর্ষিতকে শান্ত রাখলেন? ম্যাচ শেষে এর উত্তর দিলেন নাইট অধিনায়ক শ্রেয়াস।
আরও পড়ুন - শেষ ওভারে নাইটদের জিতিয়েও শাস্তি পেলেন হর্ষিত রানা
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে শ্রেয়াস বলেছেন, "সপ্তদশ ওভারের আগে থেকে, আমার চিন্তা শুরু হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম শেষ ওভারে যা খুশি হতে পারে।"
"হর্ষিত খুব টেনশনে ছিল যখন শেষ ওভার বল করতে এসেছিল। আমি ওকে বলেছিলাম, 'যদি আমরা হেরেও যাই, তাহলে সমস্যা নেই।' আমি যতটা সম্ভব ওকে শান্ত করার চেষ্টা করেছি।"