আরসিবিকে চমক দিতে নিজেদের একাদশে এই বড় বদল আনতে পারে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার দুপুরে চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এবং এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হবে নাইটদের ফর্মে ফেরার জন্য। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে জেতা ম্যাচ হেরে আসার পর স্বাভাবিক অর্থে মনোবল তলানিতে, এই পরিস্থিতিতে ইয়ন মর্গ্যানকে বেশ কঠিন সিদ্ধান্ত নিতেই হবে জয়ের রাস্তায় ফেরার জন্য।
মুম্বইয়ের বিরুদ্ধে মিডল অর্ডার প্রবলভাবে ব্যর্থ হয়েছিল। কিন্তু এখনই মিডল অর্ডারে কোনও পরিবর্তন আনতে চাইবে না নাইট শিবির। আন্দ্রে রাসেলের ব্যাট না চললেও তার ডেথ ওভার বোলিং অত্যন্ত কার্যকরী। আর এই অবস্থায় গত ম্যাচের মতই ব্যাটিং লাইন আপ থাকবে কেকেআরের। ওপেনিংয়ে গিল-রানা। তিনে আসবেন রাহুল ত্রিপাঠী, আর মিডল অর্ডারে থাকবে শাকিব-কার্তিক-মর্গ্যান-রাসেলের বিধ্বংসী লাইন আপ।
এদিকে পরিবর্তন আসতে পারে বোলিং বিভাগে। গত দুই ম্যাচে কেবল তিন ওভারই বল করেছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং, এছাড়া বয়সের কারণে ফিল্ডিংয়েও যথেষ্ট স্লথ। ফলে আরসিবির বিরুদ্ধে ভাজ্জিকে বসিয়ে কুলদীপ যাদবকে সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের পিচে কুলদীপের স্পিন অত্যন্ত কার্যকরী হতে পারে। এছাড়া প্যাট কামিন্স ও প্রসিধ কৃষ্ণার পেস অ্যাটাকেই ভরসা রাখতে চলেছে নাইট ম্যানেজমেন্ট। আর বরুণ চক্রবর্তী সহায়তা করবেন শাকিবের সাথে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।