আত্মবিশ্বাসের তলানিতে থাকা রাজস্থানকে হারাতে এই একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। পরপর তিন ম্যাচ হেরে প্রচন্ড অস্বস্তিতে রয়েছে নাইটরা, এই পরিস্থিতিতে জয়ের সরণিতে ফিরতে এর থেকে বড় সুযোগ পাবে না নাইটরা। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১০ উইকেটে হেরে মনোবল ভেঙে দিয়েছে রাজস্থানের। ফলে এই ম্যাচ জিততে চাইবে নাইটরা।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টপ অর্ডার ব্যর্থ হলেও এটিই তাদের শক্তিশালী ব্যাটিং অর্ডার। সুনীল নারাইনকে আরও একটি সুযোগ দিতে চলেছে নাইটরা। অন্যদিকে বোলিংয়ের কথা বললে, কমলেশ নাগারকোটিকেই আবারও সুযোগ দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সুতরাং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই একাদশে কোনও পরিবর্তন আনবে না নাইট শিবির।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), সুনীল নারাইন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।