চেন্নাইয়ের জয়ের রথকে থামাতে বড় পরিবর্তন নিয়ে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পর্যদুস্ত হওয়ার পর এবার নয়া চ্যালেঞ্জ নিয়ে মুম্বইয়ে নামবে নাইটরা। আর তাদের সামনে চেন্নাই সুপার কিংস, যারা টানা দুটি জয় নিয়ে দারুণ ছন্দে রয়েছে।
এই পরিস্থিতিতে দলে বেশ কিছু বদল আসতে চলেছে, তা জানিয়েছিলেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এবং সেই কোপ পড়তে চলেছে বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানের উপর, তা কার্যত নিশ্চিত। গত তিন ম্যাচে সেভাবে উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি শাকিব। বোলিংয়ে তবুও দাগ কাটলেও ব্যাটিংয়ে নিজের আগ্রাসনই দেখাতে পারছেন না তিনি। এর জেরে চেন্নাইয়ের বিরুদ্ধে শাকিবের পরিবর্তে সুনীল নারাইনকে নামাতে পারে কলকাতা নাইট রাইডার্স। নারাইনের পিঞ্চ হিটিং অত্যন্ত কার্যকরী হবে ওয়াংখেড়ের ছোট মাঠে।
তবে শুধু নারাইন না, প্রয়োজনে অসি অলরাউন্ডার বেন কাটিংকে এই ম্যাচে নামাতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট। মিডিয়াম পেস বোলিংয়ে মাঝের ওভারগুলি করে নিতে পারবেন কাটিং, আর ব্যাটিংয়ে বেশ বিধ্বংসী হওয়ার ক্ষমতা রাখেন তিনি।
এদিকে বোলিংয়েও আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে যদি ডানহাতি স্পিনার হিসেবে নারাইন খেলেন, তাহলে হরভজন সিংকে বসানো যেতে পারে এই ম্যাচে। এবং এর পরিবর্তে বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া যেতে পারে। যদিও হরভজনকে পুরো কোটার ওভার দেওয়া হচ্ছে না এবং ফিল্ডিংয়েও যথেষ্ট স্লথ।
বাকি তেমন কোনও পরিবর্তন হওয়ার কথা নয়। ব্যাটিংয়ে গিল-রানা-ত্রিপাঠি এবং মাঝে কার্তিক-মরগ্যান-রাসেলের বিধ্বংসী ব্যাটিং। আর বোলিংয়ে প্রসিধ কৃষ্ণা-প্যাট কামিন্স-বরুণ চক্রবর্তীর ত্রয়ী তো রয়েইছে।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ – শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন / বেন কাটিং, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা।