দিল্লির বিরুদ্ধে জয় পেতে উইনিং কম্বিনেশন ভাঙবে কলকাতা নাইট রাইডার্স? দেখে নিন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দাপুটে জয় পেয়ে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচ হেরে কাহিল হওয়া নাইটদের জন্য এই জয় যেন অক্সিজেন নিয়ে এসেছে। তবে এবার সামনে কঠিন লড়াই। লিগে তৃতীয় স্থানে থাকা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দিল্লি ক্যাপিটালস রয়েছে সামনে। এই পরিস্থিতিতে উইনিং কম্বিনেশন কি ভাঙবে কলকাতা নাইট রাইডার্স?
কলকাতার ব্যাটিং লাইন আপ এবারের আইপিএলের অন্যতম সেরা, সে নিয়ে সন্দেহ নেই। কিন্তু ধারাবাহিকতার অভাবে টিমটি বারবার অস্বস্তিতে পড়েছে। এই পরিস্থিতিতে শুভমন গিলকে দায়িত্ব নিতে হবে এবার। দারুণ ছন্দে রয়েছেন রাহুল ত্রিপাঠি, রানে ফিরেছেন অধিনায়ক ইয়ন মর্গ্যানও। তবে মিডল অর্ডারে সুনীল নারাইনের অন্তর্ভুক্তি সেভাবে বিশেষ ছাপ ফেলতে পারেনি। এদিকে 'দেবদাস' মোডে চলে যাওয়া আন্দ্রে রাসেলের ব্যাট থেকে ঝড়ের অপেক্ষায় নাইট সমর্থকরা।
এদিকে বোলিংয়ে বেশ গোছানো লাগছে নাইটদের। প্যাট কামিন্স ও প্রসিধ কৃষ্ণা বেশ ভালো গতি আনছেন নিজেদের বোলিংয়ে। লাইন ও লেংথ অব্যাহত রাখছেন শিবম মাভি। স্পিন বোলিংয়ে বরুণ চক্রবর্তী আশা দিয়েই চলেছেন। এদিকে আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের বোলিংয়েও বেশ সুবিধা পাচ্ছে নাইটরা। সুতরাং পরিবর্তনের কোনও আবশ্যকতা নেই।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), সুনীল নারাইন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।