ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বে সরব হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম, দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও হার কেকেআরের। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে কার্যত পর্যদুস্ত হয়েছে নাইটরা। ২০৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে কেকেআর ৩৮ রানে হেরে যায়। আর এই হারের পর অনেকেই দুষছেন অধিনায়ক ইয়ন মর্গ্যানের অধিনায়কত্ব নিয়ে। বোলিংয়ে অদ্ভুত কিছু পরিবর্তন এবং ব্যাটিং অর্ডারে আন্দ্রে রাসেলের আগে শাকিব আল হাসানকে পাঠানো নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
এই নিয়ে এবার খোদ দলের অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে সরব হলেন কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি জানিয়েছেন, বিরাট কোহলি ও রজত পাতিদারের উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীকে ঠিকমত ব্যবহার করতে পারনেনি তারা। এবং ম্যাককালাম মনে করেন, বিধ্বংসী হয়ে ওঠা গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধেও বরুণকে ব্যবহার করা উচিত ছিল।
এই নিয়ে ম্যাককালাম বলেছেন, “ম্যাচের দিকে ফিরে তাকালে মনে হয় আমাদের বরুণ চক্রবর্তীকে বল করানো উচিত ছিল যখন গ্লেন ম্যাক্সওয়েল সবে ব্যাট করতে নেমেছিল। কিন্তু আমরা চেষ্টা করছিলাম যাতে বরুণের ওভারগুলি বাঁচিয়ে রাখা যায় যখন এবি ডি ভিলিয়ার্স ব্যাট করতে নামবেন। সব মিলিয়ে, আমাদের আরও এক ওভার ওনাকে দিয়ে বল করানো উচিত ছিল কিন্তু আরও অনেক বিষয় ছিল যা আমরা সামলাতে পারিনি এবং যার জন্য আরসিবির মত একটি আত্মবিশ্বাসী টিমকে সুযোগ দেওয়া হয়েছে।“
এদিকে দলে বেশ বড় পরিবর্তন করা হবে এবং সেই বদলের অন্যতম হবে শাকিব আল হাসানের পরিবর্তে সুনীল নারাইনের আগমণ। গত তিন ম্যাচে ব্যাট ও বল হাতে সেভাবে দারুণ কিছু করেননি শাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার আরসিবির বিরুদ্ধে বল হাতে দুই ওভারে ২৪ রান দেন, আর ব্যাট হাতে ২৫ বলে ২৬ রান করেন। আর এই কারণে শাকিবের জায়গায় নারাইন খেলতে পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন ম্যাককালাম।
এই নিয়ে ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, “আমাদের প্রথম ম্যাচের আগে সুনীল নারাইন পিছিয়ে গিয়েছিলেন যার অর্থ হল ওনার চোট ছিল এবং উনি একশো শতাংশ ফিট ছিলেন না। উনি নিশ্চিতভাবে আমাদের পরিকল্পনায় রয়েছেন। আরসিবির বিরুদ্ধে উনি উপলব্ধ ছিলেন কিন্তু আমরা শাকিবকে বেছে নিয়েছিলাম কারণ উনি আমাদের জন্য ভালো পারফর্ম করেছেন এবং ব্যাটিংয়ে বেশ উপযোগী।“