"আমরা যোদ্ধা" , বেঙ্গালুরু ম্যাচের আগে ফিরে আসার বার্তা নাইটদের

এপ্রিল ১৮ : মুম্বাইয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাচেই এসেছে লজ্জার হার । কিন্তু সেই ধাক্কা কাটিয়ে ফিনিক্স পাখি হয়ে ফিরে আসার শপথ নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স । বেঙ্গালুরু ম্যাচের আগে এক বার্তায় অন্তত সেরকমই জানান দিল নাইট বাহিনী । সামাজিক মাধ্যমে একটি ছোট্ট ভিডিও প্রকাশ করে কলকাতার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় । লীগ হল একটা 'হার্ডল রেসের' মতো । কখনও কখনও কোনও একটি 'হার্ডল'-এ প্রতিযোগীর পা আটকে যেতে পারে । কিন্তু তার মানে এই নয় যে সে দৌড়ে ফিরে আসতে অক্ষম ।
ভিডিওতে ছিলেন দীনেশ কার্তিক , নীতিশ রানা , প্যাট কামিন্স , আন্দ্রে রাসেল ও অধিনায়ক মর্গ্যান সহ একাধিক খেলোয়াড় । বেঙ্গালুরু ম্যাচের আগে নাইটদের বার্তা - " আমরা নাইট , আমরা যোদ্ধা । হ্যাঁ আমাদের পা আটকে গিয়েছিল , আমরা হোঁচট খেয়েছি কিন্তু আমরা অবশ্যই ফিরে আসবো । "
সবমিলিয়ে ফিরে আসার লড়াইতে নামতে মানসিক ভাবে তো অন্তত প্রস্তুত নাইটরা , দুই ম্যাচের দুইটিতেই জয় পাওয়া বিরাট বাহিনীর বিজয় রথ মর্গ্যানরা থামাতে পারেন কিনা সেটাই এখন দেখার ।