করোনায় আক্রান্ত কলকাতা নাইট রাইডার্সের তারকা টিম সেইফার্ট, ফিরছেন না দেশে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের পর কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হলেন টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান দেশে ফেরার আগে বাধ্যতামূলক আরটি পিসিআর পরীক্ষায় পজিটিভ এসেছেন, এবং এর জেরে দেশে ফিরতে পারবেন না সেইফার্ট। এর ফলে আহমেদাবাদে আইসোলেশনে থাকবেন তিনি।
এরপর চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হবে এবং একটি হাসপাতালে ভর্তি করা হবে। জানা গিয়েছে, একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ও চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি।
এই নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটব বোর্ড একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, "চিকিৎসার যাবতীয় প্রক্রিয়া ও আইসোলেশন পর্বের পর সেইফার্ট করোনা নেগেটিভ এলে তাকে নিউজিল্যান্ডে ফেরত পাঠানো হবে, যেখানে তিনি ১৪ দিনের আইসোলেশনে থাকবেন।"
২০২০ সালের আইপিএলে মার্কিন পেসার আলি খানের পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে এসেছিলেন টিম সেইফার্ট। তবে নাইটদের হয়ে একটি ম্যাচও খেলেননি এই বিস্ফোরক বাঁ হাতি ব্যাটসম্যান।