সানরাইজার্স হায়দ্রাবাদের নয়া অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন কেন উইলিয়ামসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিগ টেবিলের শেষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে ফিরে আসতে বড়সড় সিদ্ধান্ত নিতেই হত। আর সেই সিদ্ধান্ত অবশেষে নিল তারা। তারকা কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন চলতি আইপিএলে হায়দ্রাবাদের অধিনায়কত্বের দায়িত্ব নিলেন ডেভিড ওয়ার্নারের কাছ থেকে।
একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সানরাইজার্স হায়দ্রাবাদ জানিয়েছে, আসন্ন আইপিএলে ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করবেন কেন উইলিয়ামসন। এছাড়া রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগামী ম্যাচে বিদেশী কম্বিনেশনেও বদল ঘটবে, এই নিশ্চয়তাও দিয়েছে হায়দ্রাবাদ।
২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর ২০১৮ সালে যখন নিষেধাজ্ঞার আওতায় ছিলেন ওয়ার্নার, তখন সানরাইজার্সের অধিনায়কত্বের ভার নেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের জাতীয় দলের অধিনায়কের সাফল্যের হার বেশ ভালো, সুতরাং সানরাইজার্সকে তলানি থেকে তুলতে তিনি মোক্ষম ভূমিকা নিতে পারেন।