ধর্মের মেলবন্ধন আইপিএলে, রশিদ খানদের সাথে রমজানের উপবাস করছেন ওয়ার্নার-উইলিয়ামসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ধর্মের মহা মিলনের ক্ষেত্র ভারতবর্ষ। ধর্মনিরপেক্ষতার উদাহরণ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠলেও আজও হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানরা একসাথে নিজেদের রীতি রেওয়াজ পালন করতে পারে। আর ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় লিগ যখন আইপিএল, তখন সেখানে ধর্মীয় ভেদাভেদ মিটিয়ে একসাথে বাঁচার উদাহরণ তৈরি করলেন ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন।
এই মুহুর্তে মুসলমানদের পবিত্র রমজান মাস পালিত হচ্ছে, যে কারণে এই ধর্মের মানুষদের উপবাস করতে হয়। সেই মত, সানরাইজার্স হায়দ্রাবাদের তিন আফগান ক্রিকেটার রশিদ খান, মহম্মদ নবি ও মুজিব উর রহমান উপবাস করছেন। এবার সতীর্থদের সাথে এই পবিত্র মাস উদযাপন করতে উপবাস করলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
এই নিয়ে রশিদ খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি দেখাচ্ছেন যে ওয়ার্নার এবং উইলিয়ামসন উপবাস করছেন। এই নিয়ে রশিদ প্রথমে ওয়ার্নাকে জিজ্ঞাসা করেন উপবাস নিয়ে। তখন ওয়ার্নার বলেছেন, “ভালো, তবে আমার খুব তেষ্টা পেয়েছে এবং খুব খিদে পেয়েছে। আমার মুখটা শুঁকিয়ে গিয়েছে।“ একই প্রশ্ন উইলিয়ামসনকে করা হলে তিনি বলেন, “খুবই ভালো, ধন্যবাদ।“ এবং শেষে থাম্বস আপ সাইন দেখান। শেষে রশিদ বলেন, “এই দুই কিংবদন্তি আজ উপবাস রাখছে। খুবই ভালো লাগছে এনাদের টেবিলে পেয়ে।“
একইভাবে মহম্মদ নবি এবং খলিল আহমেদ নিজেদের ইনস্টাগ্রামে সেহরির খাওয়াদাওয়ার পোস্ট শেয়ার করেন।
A post shared by Khaleel Ahmed (@khaleelahmed13)
এদিকে ড্রেসিংরুমে মজার পরিবেশ চললেও টুর্নামেন্টে বেশ খারাপ অবস্থা সানরাইজার্সের। পরপর তিন ম্যাচ হেরে এই মুহুর্তে লিগের শেষ স্থানে রয়েছে তারা। এদিকে ফিটনেসের সমস্যা থাকায় খেলতে পারছেন না কেন উইলিয়ামসন।