পরপর তিন হারেও কেকেআরের পারফর্মেন্সে খুশি সহ কর্নধার জুহি চাওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। আর এই হারের সাথে পরপর তিন ম্যাচ পয়েন্ট খোয়ালো নাইটরা। এই নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল সমালোচনা চলছে।
তবে দলের পারফর্মেন্সে খুশি সহ কর্নধার তথা বলিউড অভিনেত্রী জুহি চাওলা। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার নিয়ে উৎসাহী টুইট করেন জুহি। তিনি লিখেছেন, "আমাদের টিম কেকেআরকে নিয়ে আমরা গর্বিত। এমন নড়বড়ে শুরুর পর, যেখানে মনে হয়েছিল আমরা পরাস্ত হয়েছিল। আমাদের ছেলেরা খুব লড়াই করেছে, আর ম্যাচটিকে কাছে নিয়ে এসেছে। ধন্যবাদ রাসেল (আন্দ্রে রাসেল), ডিকে (দীনেশ কার্তিক), প্যাট (প্যাট কামিন্স)।"
ব্যাটিং পাওয়ারপ্লেতে ৩১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। তখন মনে হয়েছিল, ১০০ রানও টপকাতে পারবে না নাইটরা। কিন্তু আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিক দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে নাইটদের ম্যাচে ফিরিয়ে আনে, আর শেষে প্যাট কামিন্সের ঝোড়ো অর্ধশতরানে কাছে গিয়েও হেরে যায় কেকেআর।