বড় সমস্যায় চেন্নাই সুপার কিংস, টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন জস হেজলউড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল শুরু হতে আর এক সপ্তাহের মত বাকি। আর এর মধ্যে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। আসন্ন টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন তারকা অসি পেসার জস হেজলউড। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে জৈব সুরক্ষা বলয় ও কোয়ারেন্টিনে থাকার জন্য তিনি মানসিকভাবে বিপর্যস্ত, এবং আসন্ন দীর্ঘ আন্তর্জাতিক ক্যালেন্ডারের জন্য নিজেকে প্রস্তুত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হেজলউড বলেছেন, "দীর্ঘ ১০ মাস ধরে বিভিন্ন সময়ে বলয় এবং কোয়ারেন্টিনের মধ্যে ছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ক্রিকেট থেকে বিশ্রাম নেব এবং বাড়ি ও অস্ট্রেলিয়ায় আগামী দুই মাস সময় কাটাব।"
এরপর হেজলউড বলেছেন, "সামনে আমাদের খুব বড় মরশুম আসতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ সফর রয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সফরও রয়েছে শেষে। আর তারপর টি২০ বিশ্বকাপ এবং অ্যাসেজ রয়েছে, ফলে এটি একটি দীর্ঘ ১২ মাস হবে, যা অস্ট্রেলিয়ার সাথে হয়েই থাকে। আর আমি নিজেকে সেরা সুযোগ দিতে চাই মানসিক ও শারীরিকভাবে তৈরি হওয়ার জন্য। আর সেই সিদ্ধান্তই আমি নিয়েছি, আর তা খুব ভালো যাবে আমার জন্য।"
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচিত হলেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তেমন সুযোগ পাননি হেজলউড। গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে কেবল তিন ম্যাচ খেলেছেন তিনি। বলা বাহুল্য, এই একই কারণ দেখিয়ে গত বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে অব্যাহতি নিয়েছেন আর এক অসি ক্রিকেটার তথা অলরাউন্ডার মিচেল মার্শ।