পুরো আইপিএল নয়, সম্ভবত এই সংখ্যক ম্যাচে রাজস্থানের হয়ে খেলবেন না জোফ্রা আর্চার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে ইংরেজ তারকা পেসার জোফ্রা আর্চারের আঙুলে সফল অস্ত্রোপচার করা হয়। কিন্তু জল্পনা ছিল যে রিহ্যাব এবং কোয়ারেন্টিন পর্ব সারার পর আদৌ রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে পারবেন আর্চার? সে নিয়ে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সূত্র অনুযায়ী, আসন্ন আইপিএলে অন্ততপক্ষে প্রথম চার ম্যাচ খেলতে পারবেন না জোফ্রা আর্চার। ডান হাতের আঙুল থেকে কাঁচের টুকরো বেরোয়, যা পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন, মাছের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে হাতে কাঁচের টুকরো ঢুকেছে। এই মুহুর্তে আর্চারকে আগামী দুই সপ্তাহ রিহ্যাব করানো হবে, যা একজন বিশেষজ্ঞদের তদারকিতে থাকবে এবং তারপর পুরো সুস্থ হলেই অনুশীলনে নামতে পারবেন আর্চার।
যদিও এখনও অবধি ইসিবির তরফ থেকে আর্চারের পরিস্থিতি নিয়ে কোনও অফিশিয়াল আপডেট বেরোয়নি, যার অপেক্ষায় রয়েছে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট। তবে সূত্র মারফত জানা গিয়েছে, অন্তত প্রথম চার ম্যাচ কোনওভাবেই খেলতে পারবেন না আর্চার।
এর ফলে আর্চারকে ছাড়া রাজস্থান রয়্যালসকে খেলতে হবে পাঞ্জাব কিংস (১২ এপ্রিল), দিল্লি ক্যাপিটালস (১৫ এপ্রিল), চেন্নাই সুপার কিংস (১৯ এপ্রিল) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২২ এপ্রিল) এর বিরুদ্ধে।