জোর ধাক্কা রাজস্থান রয়্যালসে, আইপিএল থেকে ছিটকে গেলেন ‘দলের ভরসা’ জোফ্রা আর্চার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রাজস্থান রয়্যালসের দুঃখের সময় অব্যাহত। কেবল একটি ম্যাচেই জয়, চোটের জন্য বেন স্টোকসের বিদায়, আর এবার জোফ্রা আর্চারের ছিটকে যাওয়া যেন নুনের উপর ছিটে দেওয়া। শুক্রবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, তারকা পেসার জোফ্রা আর্চার এখনও ম্যাচ ফিট নন, আর এর জেরে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন তিনি।
যদিও চলতি সপ্তাহে ২৬ বছরের এই পেসার বোলিং শুরু করেছিলেন, কিন্তু এখনও অবধি তিনি ম্যাচ ফিট নন। এবং এর জেরে ভারতে আসছেন না রাজস্থান রয়্যালসের সব থেকে বড় ভরসা। এই মুহুর্তে তিনি নিজের কাউন্টি দল সাসেক্সের সাথে পুরোদমে অনুশীলন করবেন। আর সেই সময় তার ফিটনেস ও প্রগতির বিষয় নজর রাখবে বোর্ড।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পুরো ফিটনেস পেয়ে যাবেন আর্চার। আর তারপর থেকে তিনি ম্যাচ খেলতে পারবেন। যদিও এবারের আইপিএলে আর খেলতে পারবেন না গত বছরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। আর এই খেলোয়াড়ের পূর্ণাঙ্গ অনুপস্থিতি যেন রাজস্থানের শক্তিকে অর্ধেক করে দিল।